ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সংসদ ভেঙে দেওয়ার তারিখ জানালেন শাহবাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
পাকিস্তানে সংসদ ভেঙে দেওয়ার তারিখ জানালেন শাহবাজ

পাকিস্তানে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে। আবার শেষ হতে চলেছে বর্তমান সরকারের মেয়াদ।

সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পর চলমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

এই পরিস্থিতিতে আগামী ৯ আগস্ট সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার এই ঘোষণা দেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্যদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। এসময় সংসদীয় নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি এ সিদ্ধান্ত নেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়।

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পরামর্শ পাঠাবেন। সাংবিধানিক বিধান অনুসারে, রাষ্ট্রপতিকে ৪৮ ঘণ্টার মধ্যে এতে স্বাক্ষর করতে হবে। যদি, কোনো কারণে, রাষ্ট্রপতি পরামর্শে স্বাক্ষর না করেন, তাহলে বিধানসভা স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে।

এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ আশ্বস্ত করেছেন যে, বিরোধীদের সঙ্গে আলোচনার পর তিনি রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম জমা দেবেন।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।