ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে হড়কা বানে নিখোঁজ ১২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
উত্তরাখণ্ডে হড়কা বানে নিখোঁজ ১২ 

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ যাত্রাপথে গৌরীকুণ্ড এলাকার কাছে একটি জলপ্রপাতে হড়কা বানে অন্তত ১২ জন নিখোঁজ হয়েছেন। তিনটি দোকান ভেসে গেছে।

এনডিটিভি।

শুক্রবার কর্তৃপক্ষ এই খবর দিয়েছে। ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার রাতে এই হড়কা বানের ঘটনা ঘটে।  

জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য সাড়াদান বাহিনী (এসডিআরএফ) কর্মীরা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তবে নিখোঁজ কাউকে এখনো পাওয়া যায়নি। সার্কেল অফিসার বিমল রাওয়াত পিটিআইকে ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল থেকে মাঝে মাঝে পাথর পড়ার কারণে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেপাল থেকে আসা কয়েকজনসহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নিখোঁজদের মধ্যে যাদের শনাক্ত করা হয়েছে, তারা হলেন, বিনোদ (২৬), মুলায়াম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (২৪), রনবীর সিং (২৮), অমর বোহরা, তার স্ত্রী আনিতা বোহরা, তাদের মেয়ে রাধিকা বোহরা, পিংকি বোহরা, পুত্র পৃথিবী বোহরা (৭) জাতিল (৬) ও ভাকিল (৩)।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।