ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দেবে জাপান: টিবিএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দেবে জাপান: টিবিএস ইরানের পরারাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান: ছবি সংগৃহীত

ইরানের পরারাষ্ট্রমন্ত্রীকে আতিথেয়তা দিতে প্রস্তুত জাপান। আগামী রোববার (৬ আগস্ট) ইরানের পরারাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জাপান সফর করবেন।

এ সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করবেন আবদুল্লাহিয়ান।

জাপানের সম্প্রচার মাধ্যম টিবিএস শুক্রবার (৪ আগস্ট) এ খবর প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টিবিএস বলেছে, টোকিও সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানকে রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা বন্ধ করতে বলবে জাপান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে রাশিয়া। তখন থেকেই রাশিয়াকে অস্ত্র দিয়ে ইরান সহায়তা করে আসছিল বলে অভিযোগ উঠে। কিন্তু এ অভিযোগ বরাবর অস্বীকার করে আসছিল ইরান।

ইরান বলছে, তারা যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে সীমিত সংখ্যক ড্রোন (ইউএভি) বিক্রি করেছিল। বিরোধ নিষ্পত্তির জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছিল।  

সূত্র: তেহরান টাইমস

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।