ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেদারনাথ মন্দিরের পথে সড়ক ধসে তিনজনের মৃত্যু, নিখোঁজ ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
কেদারনাথ মন্দিরের পথে সড়ক ধসে তিনজনের মৃত্যু, নিখোঁজ ১৯

ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ মন্দিরের পথে সড়কধসে তিন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন ১৯ জন।

জি নিউজ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে কেদারনাথ মন্দিরের পথে গৌরিকুণ্ড এলাকার সড়ক ধসে গেছে। শুক্রবার (৪ আগস্ট) এ ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ ১৯ জন। এ সংখ্যা বাড়তে পারে। স্থানীয় প্রশাসন থেকে এমনটি আশঙ্কা করা হচ্ছে।

বিমল রাওয়াত নামে সেখানকার এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, নেপাল থেকে আসা কয়েকজনসহ নিখোঁজদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তা ছাড়া ভারী বর্ষণের কারণে পাহাড়ের ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ছে। এ কারণে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পরিচয় মেলা নিখোঁজদের একটি তালিকা দিয়েছে গৌরিকুণ্ড প্রশাসন। তারা হলেন- বিনোদ (২৬), মোলায়েম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (১৮), রণবীর সিং (২৮), অমর বোহরাও তার স্ত্রী অনিতা বোহরা; রাধিকা-পিঙ্কি বোহরা-পৃথ্বী নামের তাদের তিন ছেলে মেয়ে, জাতিল (৬), ভাকিল (৩)।

পাউরি, তেহরি, রুদ্রপ্রয়াগ ও দেহরাদুন এলাকাসহ অন্তত ৯টি স্থানে আবহাওয়া সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ডের আবহাওয়া বিভাগ।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।