ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ১০ বছরের বড় মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
আফগানিস্তানে ১০ বছরের বড় মেয়েদের স্কুলে যাওয়া নিষেধ

স্থানীয় তালিবান কর্মকর্তারা আফগানিস্তানের কিছু প্রদেশে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ের যাওয়া নিষিদ্ধ করেছে বলে জানা গেছে। তালিবান শাসিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা গজনি প্রদেশের স্কুল এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাসের প্রধানদের জানিয়ে দিয়েছেন ১০ বছরের বেশি বয়সী কোনো মেয়ের প্রাথমিক বিদ্যালয়ে পড়ার অনুমতি নেই।

কিছু অঞ্চলে ধর্মীয় প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয়, যা পূর্বে মহিলা বিষয়ক মন্ত্রণালয় হিসাবে পরিচিত ছিল; মেয়েদের স্কুলের প্রধানদের নির্দেশনা দিয়েছেন যে, তৃতীয় শ্রেণির ঊর্ধ্বে অধ্যয়নরত সকল মেয়ে শিক্ষার্থীকে যেন বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী সংবাদ মাধ্যমকে জানায়, "আমাদের বলা হয়েছে যে লম্বা এবং ১০ বছরের বেশি বয়সী মেয়েরা স্কুলে প্রবেশ করতে পারবে না। "

গত বছরের ডিসেম্বরে, তালেবান কর্মকর্তারা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল । উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম গত বছর সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দেওয়া এক চিঠিতে বলেছিলেন "আপনাদের সবাইকে জানানো হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে মেয়েদের শিক্ষা স্থগিত করার উল্লিখিত আদেশটি কার্যকর করার হোক," 

২০২১ সালে তালেবান শাসন পুনঃপ্রতিষ্ঠার পর থেকে মহিলাদের উপর আরোপিত নানাবিধ নিষেধাজ্ঞার মধ্যে শিক্ষা নিষেধাজ্ঞা অন্যতম।

সূত্রঃ বিবিসি/এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০৭,২০২৩

এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।