ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে ৩৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে ৩৬ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই কাউন্টিজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসি।

হারিকেনের প্রভাবে সৃষ্ট শক্তিশালী বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে। এতে শত শত ভবন ধ্বংস হয়ে হচ্ছে এবং বিভিন্ন অঞ্চল জ্বলে যাচ্ছে।

মাউই দ্বীপে হাজার হাজার লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিশাল পরিসরে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে পানি ছিটানো হচ্ছে।

মাওইতে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কর্মকর্তা আগে জানিয়েছিলেন, এগুলো লোকজনে পূর্ণ হয়ে গেছে। দ্বীপটি জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য। এ থেকে দর্শনার্থীদের দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

হাওয়াইয়ের গভর্নর সিলভিয়া লুক সাংবাদিকদের বলেন, এটি এখন নিরাপদ স্থান হতে পারে না। আমাদের সম্পদ এখন বোঝা হয়ে উঠেছে।  

অগ্নিনির্বাপন কর্মীরা এখনো আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।