ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
ইরান-যুক্তরাষ্ট্র বন্দি বিনিময়  প্রক্রিয়া শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তেহরানের এভিন কারাগার থেকে আমেরিকান বন্দিদের একটি বাড়িতে স্থানান্তর করা হয়েছে।

চুক্তির অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দি পাঁচ ইরানি এবং ইরানে থাকা পাঁচ আমেরিকান বন্দির বিনিময় করা হবে, ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে।

এর আগে, মার্কিন সূত্র জানিয়েছিল, আমেরিকান বন্দি সিয়ামক নামাজি, এমাদ শারকি এবং মোরাদ তাহবাজসহ পাঁচজন আমেরিকানকে এভিন জেল থেকে একটি অজ্ঞাত বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে।

আটক আমেরিকানদের সবাই ইরানি বংশোদ্ভূত, তবে ইরান দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না।

এদিকে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, বন্দি বিনিময় চুক্তির অধীনে ইরানকে নিষেধাজ্ঞায় কোন ছাড় দেবে না তার দেশ।

আমেরিকার হাতে যব্ধ ইরানি ৬ বিলিয়ন ডলারের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইরান কোন অবস্থাতেই কোন শর্তে নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে না। ইরানের টাকা গুলো এমন একটি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে যা শুধুমাত্র মানবিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।