পাকিস্তানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আনোয়ার-উল-হক কাকার। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং প্রাক্তন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতে রাষ্ট্রপতি আরিফ আলভি কাকারকে শপথবাক্য পাঠ করান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা, সিনেট চেয়ারম্যান সাদিকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত পাকিস্তানে দায়িত্ব নেওয়ার পর কাকারের প্রথম কাজ হবে একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা তৈরি করা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে সমঝতার ভিত্তিতে গত ১২ আগস্ট পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকারকে মনোনীত করা। তিনি ২০১৮ সালে বেলুচিস্তান থেকে একজন স্বতন্ত্র সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এমএম