ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। আগামী সপ্তাহে বসছে জোটের শীর্ষ এ সম্মেলন।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং এক অনলাইন বিবৃতিতে বলেন, প্রজাতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রেসিডেন্ট শি ব্রিকসের ১৫তম সম্মেলনে অংশ নেবেন।

জোহানেসবার্গে সম্মেলনটি  অনুষ্ঠিত হবে। তিনি সেখানে ২১  আগস্ট থেকে ২৪ আগস্ট সেখানে থাকবেন।  

এটি ২০২৩ সালে শির দ্বিতীয় কোনো আন্তর্জাতিক সফর হতে যাচ্ছে। গেল মার্চ মাসে চীনা প্রেসিডেন্ট রাশিয়া যান। তিনি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন, যাতে তার দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও জোরালো যায়।  

ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতারা আগামী সপ্তাহে একসঙ্গে বসতে যাচ্ছেন, যাতে বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের জন্য একটি শিথিল হয়ে পড়া জোটকে কীভাবে একটি ভূ-রাজনৈতিক শক্তিতে পরিণত করা যায়, যা উন্নত বিশ্বের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে সেখানে উপস্থিত না হয়ে বরং ভিডিও মাধ্যমে অংশ নেবেন।  

দক্ষিণ আফ্রিকার এই সম্মেলনে  ৬৯টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। জোটের সম্প্রসারণের বিষয় আলোচ্যসূচিতে রাখা হতে পারে। আলজেরিয়া, সৌদি আরব, আর্জেন্টিনা ও ইথিওপিয়া এই জোটে যোগ দেওয়ার কথা আগ্রহ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিপরীত সম্পর্ক থেকে চীন ভূ-রাজনৈতিক প্রসার চায়। দেশটি বলছে, সমমনা সঙ্গীরা ব্রিকস পরিবারে যোগ দিলে, তাদের স্বাগত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।