ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের চেরনিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
ইউক্রেনের চেরনিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

ইউক্রেনের চেরনিভ অঞ্চলে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় হতাহতের মোট সংখ্যা ৯৭।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার (১৯ আগস্ট) উত্তরাঞ্চলীয় শহরটিতে হামলা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।

হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

খবরে আরও বলা হয়, কিয়েভে থেকে ১৫০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত শহর চেরনিভে হওয়া এ হামলায় একটি বিশ্ববিদ্যালয় ও একটি থিয়েটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় বছর বয়সী এক শিশুসহ এ হামলায় নিহত হয়েছেন ৭ জন। আহতের সংখ্যা ৯০। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, একটি চত্বর, একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় ও একটি থিয়েটার… একটি সাধারণ শনিবার যেটিকে রাশিয়া একটি বেদনা ও দুঃখের দিনে পরিণত করেছে।

রাশিয়া এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য না করলেও হামলার বিষয়টি কার্যত ‘স্বীকার’ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের একমাত্র লক্ষ্য হলো হুমকি মোকাবিলা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।