ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কলমকে ছুরি মনে করে গুলি পুলিশের, প্রাণ গেল কৃষ্ণাঙ্গের (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
কলমকে ছুরি মনে করে গুলি পুলিশের, প্রাণ গেল কৃষ্ণাঙ্গের (ভিডিও)

যুক্তরাষ্ট্রের ডেনভার পুলিশ বিভাগ বডি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজে একজন কৃষ্ণাঙ্গকে হত্যার চিত্র দেখা গেছে। ভিডিওটি প্রকাশিত হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে।

ওই কৃষ্ণাঙ্গ যুবক হাত ও বুকের ওপরের অংশে কিছু একটা ধরে পুলিশের দিকে তেড়ে আসছিলেন।

ঘটনাটি ঘটে চলতি আগস্টের প্রথম শনিবার। অর্থাৎ গত ৫ আগস্ট। নিহতের নাম ব্র্যান্ডন কোল (৩৬)। তাকে পরপর দুটি গুলি ছোঁড়ে ডেনভার পুলিশের এক নারী কর্মকর্তা।

সিবিএস নিউজ বলছে, যুবকের হাতে থাকা একটি কলমকে ছুরি মনে করে ভুল বুঝে গুলি চালিয়ে দেন ডেনভারের পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। তা ছাড়া পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওটি ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রজুড়ে।

‘হত্যার’ এ ভিডিওটি প্রকাশিত হয় গত সোমবার। খবরে বলা হয়েছে, ওই যুবক গাড়ি থেকে বের হয়ে হাতে কিছু একটা নিয়ে পুলিশের দিকে তেড়ে যায়। নিজেদের রক্ষায় ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা তাকে গুলি ছোঁড়েন। কোল নিস্তেজ হয়ে পড়লে তার হাত থেকে কলমটি রাস্তায় পড়ে যায়। তা ছাড়া অন্যান্য পুলিশ কর্মকর্তা তদন্ত করে কোনো ছুরি পাননি।

ঘটনাটি ঘটে যেভাবে
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জরুরি সেবা ৯১১ নম্বরে পারিবারিক সহিংসতা সংক্রান্ত একটি ফোন কল পেয়েছিল ডেনভার পুলিশ। যারা ফোন করেছিলেন, তারা পুলিশকে জানান কোল তার স্ত্রীকে হুইলচেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। তিনি নিজের ছেলেকে খুঁজছিলেন। তিনি রাগান্বিত ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাদের বডি ক্যাম চালু ছিল। সেউ ভিডিওতে দেখা গেছে, রাস্তার ধারে হুইলচেয়ারের পাশে এক নারী বসে আছেন। পুলিশ এ সময় কোলের দিকে বন্দুক তুলে ধরে। ওই নারী চিৎকার করে পুলিশকে বন্দুক তাক না করতে বলছিলেন। পুলিশ কর্মকর্তারা কোলকে শান্ত হতে বলছিলেন। কোল কোনো কথা শোনেননি। বরং তিনি নিজের গাড়ির ভেতর থেকে কিছু একটা নেন। গাড়ির দরজা জোর করে লাগিয়ে দেন।

পুলিশ তখনও কোলকে শান্ত হয়ে হাত উঁচু করতে বলে। কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের দিকে তেড়ে যান। এ সময় তাকে স্টান গান দিয়ে আঘাত করার চেষ্টা করে পুলিশ। তবে ব্যর্থ হয়। এর মধ্যেই এক নারী পুলিশ কর্মকর্তা কোলকে শান্ত হয়ে বসে দুই হাত উপরের দিকে তুলে ধরতে বলেন। কোল তার দিকে এগিয়ে যাওয়ার সময় নিজের দুই হাত বুক পর্যন্ত উত্তোলন করেন। ঠিক এ সময় তাকে গুলি করা হয়। দুটি গুলির আঘাত পেয়ে কোল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার তাকে থাকা কলমটি মাটিতে গড়িয়ে পড়ে।

খবরে বলা হয়েছে, ওই অবস্থা থেকে কোলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ডেনভার পুলিশের প্রধান রন থমাস এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এটি মর্মান্তিক এক ঘটনা। তবে এখনও তদন্ত চলমান আছে। নিজ বিভাগের পুলিশ কর্মকর্তার গুলি ছোড়ার সিদ্ধান্তের ব্যাপারে নেতিবাচক কিছু বলেননি রন থমাস। বরং তার পক্ষে সাফাই গেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।