নিষেধাজ্ঞার তালিকা আরও বড় করলো রাশিয়া। এবার ব্রিটিশ মন্ত্রী, যুক্তরাজ্যের একাধিক সংবাদমাধ্যমের প্রভাবশালী সাংবাদিকসহ ৫৪ জনকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দাবি, ব্রিটিশ মন্ত্রী, বিবিসি, টেলিগ্রাফ, গার্ডিয়ানের সাংবাদিকসহ নিষেধাজ্ঞার আওতায় আসারা ইউক্রেনে জেলেনস্কি শাসনের কার্যকলাপে সমর্থন করেন। তারা রাশিয়া বিরোধী প্রচারণায়ও (মিথ্যা তথ্য প্রচার ও কিয়েভ সমর্থিত তথ্য ও প্রচারমূলক কার্যকলাপ) জড়িত। তালিকায় থাকা ব্রিটিশ মন্ত্রীর সংখ্যা অনেক।
সবচেয়ে বড় বিষয় হলো মস্কোর ওপর নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপ নিয়েছে রাশিয়া।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রুশ নিষেধাজ্ঞার এক তালিকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তা ও ব্রিটিশ প্রসিকিউটর করিম খান রয়েছেন। তিনি গত ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ার জন্য আইসিসিতে আবেদন করেছিলেন।
নতুন এ নিষেধাজ্ঞার তালিকা এখানেই শেষ হয়ে যায়নি। বরং আগামীতে আরও বাড়বে বলেও জানিয়েছে মস্কো।
রাশিয়া এমন নিষেধাজ্ঞা আগেও দিয়েছিল। বিশেষ করে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যে কয়টি দেশ ভলোদিমির জেলেনস্কি ও তার দেশকে সমর্থন জানিয়ে পুতিনের বিচার দাবি করেছিলেন তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তখনও যুক্তরাজ্যের ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমজে