ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বিমান চলাচলে সতর্কতা জারির নির্দেশ ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
আন্তর্জাতিক বিমান চলাচলে সতর্কতা জারির নির্দেশ ওবামার

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাকে (আইসিএও) আকাশপথে সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন।

সম্ভাব্য সন্ত্রাসী হামলা প্রতিরোধের কৌশল হিসেবে এ সতর্কতা জারি করা হয়েছে বলে  মন্তব্য করেন ওবামা।



১৯০ সদস্যের আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মন্ট্রিলের সদর দপ্তর থেকে এর সদস্যদের এ সতর্কতা জারির জন্য ওবামা আহ্বান জানায়।

সতর্কতা জারির বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘এ সতর্কতা জারির মাধ্যমে নতুন সন্ত্রাসী হামলার কৌশল ঠেকাতে নতুন নিরাপত্তার ভিত্তি রচিত হবে। এতে পৃথিবী আরও নিরাপদ হবে। ’

ওবামা বলেন, ‘গত ২৫ ডিসেম্বরের সন্ত্রাসী হামলা প্রতিরোধের ভিত্তিতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিএও যৌথভাবে কাজ করেছে। আন্তর্জাতিক বিমান চলাচল শিল্পকে আরও শক্তিশালী ও নিরাপদ রাখতে আমাদের আন্তর্জাতিক সদস্য ও বিভিন্ন বিমান সংস্থার  নির্বাহীর প্রতিনিধি কাজ করেছে। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।