ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরায়েল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দিয়েছে।  

আজ (১৮ জানুয়ারি) ভোরে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

 

বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের সরকার জিম্মি ফেরত পরিকল্পনার অনুমোদন দিয়েছে। আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) থেকে  এই পরিকল্পনা কার্যকর হতে যাচ্ছে।

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া প্রস্তুতি নিচ্ছে। প্রথম পর্যায়ে 
মুক্তি দেওয়ার জন্য ৭৩৭ ফিলিস্তিনির একটি তালিকা তৈরি করেছে ইসরায়েল।  

পৃথক এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, যুদ্ধবিরতির প্রথম দিন রোববার(১৯ জানুয়ারি) ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক।  

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে ছয় সপ্তাহে তিন ধাপে বন্দী বিনিময় হবে। প্রথম ধাপে হামাস ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষ রয়েছেন।

ইসরায়েলও চুক্তির আওতায় সমস্ত ফিলিস্তিনি নারী এবং ১৯ বছরের কম বয়সী শিশু বন্দীদের মুক্তি দেবে। প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনির সংখ্যা ৯৯০ থেকে ১ হাজার ৬৫০–এর মধ্যে হতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ভয়াবহ সংঘাতের ফলে অন্তত ৪৬,৮৭৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১১০,৬৪২ জন আহত হয়েছেন। এ যুদ্ধের ফলে গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে, যেখানে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সহায়তার অভাবে ভুগছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতের অবসানের জন্য শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আসছিল।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।