ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে আততায়ীর গুলিতে ইসরায়েলি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
পশ্চিম তীরে আততায়ীর গুলিতে ইসরায়েলি নিহত

অধিকৃত পশ্চিমতীরের হেবরন শহরে আততায়ীর গুলিতে এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলি সেনারা প্রথমিক চিকিৎসা দিয়ে ৪০ বছর বয়সী ওই নারীকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খবর আল জাজিরা।  

হামলার সময় ওই নারী গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তার মেয়েও তার সঙ্গে ছিলেন। কিন্তু তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে গাড়িচালক গুরুতর আহত হন।

আসামির খোঁজে হেবরন শহরে ইসরায়েলি সেনারা রাস্তায় তল্লাশি চৌকি বসিয়েছে।  প্রযোজনে পুরো শহর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে তারা।  

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার ঘটনায় ২৫টি গুলি চালানো হয়েছিল, যার মধ্যে ২২টি ওই গাড়িতে লাগে।

অনেক উগ্র ডানপন্থী ইহুদি হেবরনে অবৈধ বসতিতে বাস করে, যা সহিংসতার কেন্দ্রে পরিণত হয়েছে। এই ধরনের হামলায় এ বছর প্রায় ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।