ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস ও ডেনমার্কের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি কয়েক মাস ধরে ইউক্রেনের সোভিয়েত-যুগের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য উন্নত যুদ্ধবিমান চেয়ে আসছিলেন।
শুক্রবার ওয়াশিংটন এফ-১৬ হস্তান্তরের অনুমোদনের ঘোষণা দেয়। পাশাপাশি তারা ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানায়।
রোববার নেদারল্যান্ডসে এইনধোভেন বিমান ঘাঁটি পরিদর্শনকালে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের পাশে দাঁড়িয়ে জেলেনস্কি বলেন, এই সিদ্ধান্ত আমাদের জন্য একেবারে ঐতিহাসিক, শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ক।
ডাচ বিমানঘাঁটিতে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। ডাচ প্রধানমন্ত্রী বলেন, মিত্রদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত করা হবে যে, কিয়েভকে কটি যুদ্ধবিমান দেওয়া হবে।
পরে জেলেনস্কি ডেনমার্কের স্ক্রাইডস্ট্রাপ বিমানঘাঁটিতে যান। সেখান তাকে স্বাগত জানান দেশটির ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন।
ডেনিশ এই নেতা বলেন, আমরা জানি, আপনাদের আরও প্রয়োজন। এই কারণে আমরা ঘোষণা দিয়েছি, ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান দেব।
এর মধ্যে ছয়টি চলতি বছর শেষে দেওয়া হবে। আগামী বছর আটটি, ২০২৫ সালে পাঁচটি দেওয়া হবে।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটি আমাদের জন্য বড় সমর্থন। ইতোমধ্যে আমাদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরএইচ