ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল জয়ী লিউ’র স্ত্রী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০
শান্তিতে নোবেল জয়ী লিউ’র স্ত্রী নিখোঁজ

বেইজিং: শান্তিতে নোবেল জয়ী চীনের কারাবন্দী লিউ জিয়াওবো’র স্ত্রী লিউ জিয়া এখনও নিখোঁজ আছেন। তবে জিয়াওবোকে পুরস্কারের কথা জানাতে পুলিশ তাকে চীনের উত্তরপূর্বাঞ্চলে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।



নোবেল কমিটি পুরস্কার ঘোষণা করার পর পরই শুক্রবার রাতে লিউ জিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর থেকে লিউ জিয়াওবো’র আইনজীবীরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন।  

আইনজীবী দিং সিকো বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। তাই তিনি এখন কোথায় আছেন তা আমরা জানিনা। ’

তিনি আরও বলেন, ‘আমরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত। লিউ জিয়াওবো’র সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাকে নেওয়া হয়েছে বলে আমরা আশা করছি, কিন্তু এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। ’

পুরস্কারের কথা শুনে তিনি আনন্দিত এবং একথা তার স্বামীকে জানানোর জন্য পুলিশ তাকে কারাগারে নিয়ে যাবেন বলে শুক্রবার এএফপিকে লিউ জিয়া জানান।

কিন্তু এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার অবস্থান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে পুলিশ রোববার চীনের লিআওনিং প্রদেশের জিনঝোহু শহরের রাস্তা বন্ধ করে দেয়। কর্তৃপক্ষের নির্দেশে শুধু কর্মকর্তা ও এ এলাকার বাসিন্দাদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

নাশকতার অভিযোগে ১১ বছরের  দন্ডপ্রাপ্ত লিউকে এ শহরের কারাগারে বন্দী রাখা হয়েছে।

তবে কারাগারে প্রবেশের অনুমতি না দেওয়ার কারণ জানাতে অস্বীকৃতি জানায় পুলিশ ও কর্মকর্তারা। একইসঙ্গে মার্জিতভাবে সেখানে উপস্থিত সাংবাদিকদের এ এলাকা ত্যাগের অনুরোধ জানান তারা।

চীনের প্রথম নাগরিক হিসেবে লিউ নোবেল পুরস্কার পেলেন।

২০০৮ সালের ডিসেম্বরে খ্যাতনামা লেখক ও চীনের অন্যতম প্রধান ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবোকে গ্রেপ্তার করা হয়।

মূলত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য লিউ এবং আরও ৩০০ জনের সহযোগিতায় ‘সনদ ০৮’ প্রকাশিত হওয়ার দু’দিন পর গ্রেপ্তারের এ ঘটনা ঘটে।     

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও রাজনীতিবিদসহ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ঘোষিত নোবেল শান্তি পুরস্কারকে স্বাগত জানান। একইসঙ্গে চীনের কাছে লিউকে মুক্ত করার আহ্বান জানান তিনি।

তবে আইনের চোখে দোষী লিউকে ‘অপরাধী’ উল্লেখ করে নোবেল কমিটির এ সিদ্ধান্তে ুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১১:৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।