ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আফ্রিকান ইউনিয়ন থেকে নাইজার বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আফ্রিকান ইউনিয়ন থেকে নাইজার বরখাস্ত

আফ্রিকান ইউনিয়ন নাইজারকে মহাদেশীয় এই ব্লক থেকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করেছে। গত মাসের অভ্যুত্থানের পর থেকে পশ্চিম আফ্রিকার দেশটির ওপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা এসেছে।

সবশেষ আরও একটি যোগ হলো।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের বৈঠকের পর মঙ্গলবার এই সিদ্ধান্ত আসে। ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করার কারণে নাইজারে পশ্চিমা দেশগুলো আগেই সহায়তা বন্ধ করেছে।

প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা ক্ষমতা নেওয়ার পর থেকে বাজোম গৃহবন্দি রয়েছেন।  

ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) গেল সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করে এবং সামরিক হস্তক্ষেপ শুরু করার বিষয়ে একমত হয়।

ইকোওয়াস বলেছে যে, আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা শেষ হওয়ার পর শক্তির ব্যবহারই হবে শেষ অবলম্বন। সোমবার, ইকোওয়াস নাইজারের সামরিক সরকারের তিন বছরের মধ্যে নির্বাচন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

যাইহোক, আফ্রিকান ইউনিয়ন বলেছে যে, এটি ইকোওয়াসের কর্মপরিকল্পনা পর্যালোচনা করছে এবং এর সমস্ত সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে নাইজারের সামরিক সরকারকে বৈধতা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।