ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ‘বোন’ খুঁজে পেলেন মোদি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
দক্ষিণ আফ্রিকায় ‘বোন’ খুঁজে পেলেন মোদি 

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর সেখানে ‘বোন’ খুঁজে পেলেন তিনি।

তারা হলেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত দুই নারী 

ব্যস্ততার মাঝেই এ দুই নারীর সঙ্গে দেখা করেছেন মোদি। তার তাকে রাখি পরিয়ে নিজেদের ভাই বানিয়েছেন ওই দুই নারী।

সেই রাখি পরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে ভারতীর সংবাদসংস্থা এএনআই। এরপরই ভিডিওটি ভাইরাল।  

 

#WATCH | Arthi Nanakchand Shanand, President of Arya Samaj South Africa will tie a 'Rakhi' to PM Modi in Johannesburg

"PM Modi is more like a father figure than a brother figure to us. I feel his presence here makes us feel that we belong...PM Modi sees the world as 'Vasudhaiva… pic.twitter.com/VPT24qaUWw

— ANI (@ANI) August 22, 2023

সংবাদ সংস্থাটি জানিয়েছে,  নরেন্দ্র মোদিকে যারা রাখি পরিয়েছেন তাদের নাম আরতী নানকচাঁদ সানন্দা এবং ড. সরেস পদ্যাচি। এর মধ্যে আরতী হলেন দক্ষিণ আফ্রিকার আর্য সমাজের সভাপতি এবং সরেস পদ্যচি হলেন একজন লেখিকা।

মোদিকে রাখি পরানোর আগে আরতী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের কাছে ঠিক ভাইয়ের মতো নয় বরং বাবার মতো। আমি মনে করি এখানে তার উপস্থিতি আমাদের আশ্বস্ত করে যে আমরাও এখানে থাকার যোগ্য। বেদ থেকে শিক্ষা নিয়ে মোদি দক্ষিণ আফ্রিকায় বড় পরিবর্তন আনতে চলেছেন। ’ 

এদিকে সরেস বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী মোদিজিকে অত্যন্ত শ্রদ্ধা করি। কারণ তিনি অনেক ক্ষেত্রে পরিবর্তনের জন্য বিশাল অবদান রেখেছেন। কেবল ভারত নয়, দক্ষিণ আফ্রিকাও এই সব পরিবর্তনের জন্য উপকৃত হবে। ’

এর আগে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিকে মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান নরেন্দ্র মোদি। এসময় প্রধানমন্ত্রীকে ভারতীয় প্রবাসীরা উষ্ণ অভ্যর্থনা জানান।  

১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আগামী ২৪ অগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকবেন মোদি। এরপর গ্রিসের উদ্দেশে রওনা দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।