ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রিগোজিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
প্রিগোজিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা  

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রিগোজিন নিহত হয়েছেন,আল জাজিরা  বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শুরুতে এমন খবরই দিয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের তালিকায় প্রিগোজিন নামের এক জন রয়েছে।

তবে তিনি ওয়াগনার প্রধান প্রিগোজিন কিনা তা নিশ্চিত নয়।  

রুশ উড়োজাহাজ চলাচল সংস্থা বিধ্বস্ত উড়োজাহাজের আরোহী হিসেবে প্রিগোজিনের থাকার বিষয়টি নিশ্চিত করেছে, তবে প্রিগোজিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি সংস্থাটি।  

রয়টার্সের বলছে, প্রিগোজিনের ভাগ্যে কী ঘটেছে, সেটা ক্রেমলিন বা রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর তা নিশ্চিত করেনি। তবে ওয়াগনারের সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল বলেছে, প্রিগোজিন নিহত হয়েছেন।  

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের সূত্রে বিবিসি জানায়, দুর্ঘটনাস্থল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশগুলোর পরিচয় নিশ্চিত করা হয়নি।

 

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।