মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী আন্তানা-নারিভোয় জাতীয় স্টেডিয়ামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল ওই স্টেডিয়ামে। যে অনুষ্ঠান দেখতে ধারণ ক্ষমতার বাইরে প্রায় ৫০ হাজার দর্শক আসেন। এ সময় স্টেডিয়ামের প্রবেশপথে মাত্রাতিরিক্ত ভিড় জমে। চরম বিশৃঙ্খলা ও অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।
ঘটনার সময় খোদ প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি হতাহতের খবর নিতে তাৎক্ষণিক হাসপাতালের দিকে ছুটেন।
হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।
এটিকে ট্রাজিক ঘটনা আখ্যা দিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস প্রথম হয় ১৯৭৭ সালে। মাল্টিডিসিপ্লিনারি প্রতিযোগিতাটি প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনটি শুক্রবার শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মাদাগাস্কারের এই জনপ্রিয় ইভেন্টে এর আগেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল।
২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসএএইচ