ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজারের ফরাসি দূতাবাসের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৩
নাইজারের ফরাসি দূতাবাসের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত ফরাসি দূতাবাসের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বর্তমান সামরিক সরকার 

তাছাড়া সেখানে কোনো খাদ্য সরবরাহের অনুমতি দিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো থেকে এমন খবরই পাওয়া যাচ্ছে।

জিন্ডারের ফরাসি কনস্যুলেটেও  অনুরূপ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর টিআরটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ন্যাশনাল থেকে পাওয়া খবরে জানাযায়, কাউন্সিল ফর দ্য সেফগার্ডিং অফ কান্ট্রি (সিএনএসপি) এর জাতীয় সহায়তা কমিটির সভাপতি এলহ ইসা হাসুমি বোরেইমা, নাইজারে অবস্থিত সকল ফরাসি স্থাপনা বা দপ্তরে পানি বিদ্যুৎ ও খাদ্যপণ্য  সরবরাহ স্থগিত করতে বলেছেন। তিনি বলেন, যারা এর ব্যত্যয় করবে তারা সার্বভৌম জনগণের শত্রু বলে বিবেচিত হবে।

ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছেড়ে যাওয়ার জন্য সামরিক প্রশাসনের বেঁধে দেওয়া দুই দিনের সময়সীমা শেষ হওয়ার পর উপরোক্ত পদক্ষেপ গুলোর খবর পাওয়া যাচ্ছে।  

গত ২৬ জুলাই নাইজারের রাষ্ট্রপতির গার্ডের প্রাক্তন কমান্ডার জেনারেল আবদুরাহামানে তচিয়ানি একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে  রাষ্ট্রপতি বাজুমকে ক্ষমতাচ্যুত করেছিলেন।  

ফ্রান্স এই মাসের শুরুতে নিয়ামে থেকে নিজ নাগরিকদের পাশাপাশি অন্যান্য নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে। কিন্তু নাইজারের সামরিক সরকার ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়তে বললে তাতে অসম্মতি জানিতে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি।  

বাংলাদেশ সময়ঃ ১১১৭ ঘণ্টা আগস্ট ২৮,২০২৩

এমএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।