ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুন সাওলায় চীনে সর্বোচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
টাইফুন সাওলায় চীনে সর্বোচ্চ সতর্কতা জারি

টাইফুন সাওলা ঘিরে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছে চীন। এই টাইফুন দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলের দিকে যাচ্ছে।

এতে বাতাসের গতিবেগ হচ্ছে ২০০ কিলোমিটারেরও বেশি।

টাইফুন সাওলা হংকং ও গুয়ানডং প্রদেশের কাছে অন্যান্য প্রধান প্রধান উৎপাদনকেন্দ্রগুলোর দিকে চোখ রাঙাচ্ছে। খবর আল জাজিরা।

আবহাওয়া পূর্বাভাস দেওয়া সংস্থা এই টাইফুন ঘিরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রেড ওয়ার্নিং বা লাল সতর্কতা জারি করে।  

চীনের জাতীয় আবহাওয়া সংস্থা বলছে, সাওলা এখন গুয়াংডং প্রদেশের দক্ষিণ-পশ্চিমে ৩১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি দক্ষিণ চীন সাগরে উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে সরে যাচ্ছে।  

এই টাইফুন গুয়াংডং উপকূলের কাছাকাছি সরে যাবে এবং  তারপর ধীরে ধীরে তীব্রতা দুর্বল হয়ে আসবে।  

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, অন্তত ১২১ যাত্রীবাহী ট্রেন তাদের সেবা বন্ধ করেছে। চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায়  লোকজনকে সাগর তীর থেকে দূরে অবস্থান করতে বলেছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।