ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যান্টার্কটিকায় ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অসুস্থ গবেষককে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
অ্যান্টার্কটিকায় ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অসুস্থ গবেষককে উদ্ধার

অ্যান্টার্কটিকা থেকে অসুস্থ এক গবেষককে সফলভাবে উদ্ধার করেছে অস্ট্রেলিয়া। বরফাচ্ছন্ন এই মহাদেশের দূরবর্তী একটি ঘাঁটি থেকে তাকে উদ্ধার করা হয়।

 

এই গবেষককে উদ্ধারে গেল সপ্তাহে জরুরি এক উদ্ধার অভিযান চালানো হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয়নি।  

মিশনের জন্য একটি মেডিকেল পুনরুদ্ধার দল, একটি বিশাল বরফভাঙা জাহাজ এবং দুটি হেলিকপ্টারের প্রয়োজন পড়েছিল।

অসুস্থ ওই গবেষক এখন তাসমানিয়ার পথে রয়েছেন। সেখানে তিনি বিশেষজ্ঞের মূল্যায়ন এবং সেবা পাবেন।

সোমবার এক হালনাগাদ তথ্যে অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রাম (এএপি) জানায়, অসুস্থ গবেষক তাদের বরফভাঙা জাহাজ আরএসভি নুয়িনায় করে আসছেন।  

তাকে খুঁজে পেতে জাহাজটিকে ৩ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয়। রোববার এটি মেডিকেল উদ্ধারকারী দল সমেতে দুটি হেলিকপ্টার পাঠাতে কেসি গবেষণা কেন্দ্রের কাছাকাছি পৌঁছে।  

গবেষণাকেন্দ্রটিতে চিকিৎসা ব্যবস্থা সীমিত। শীতকালে যখন পরিস্থিতি খারাপ হয়, তখন সেখানে মাত্র ২০ জনের মতো থাকেন।  

উদ্ধারের প্রথম অভিযান সমাপ্তির পর জাহাজটি আগামী সপ্তাহে হোবার্টে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।  

এএপির রব ক্লিফটন বলেন, ওই গবেষকের জন্য রয়েছে নুয়িনার বিশেষ চিকিৎসা ব্যবস্থা। রয়েল হোবার্ট হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।  

তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সেবার জন্য এই অভিযাত্রীকে তাসমানিয়ায় ফিরিয়ে আনায় আমরা অগ্রাধিকার দিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।