ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ২১ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

দক্ষিণ ব্রাজিলে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে এ ঘটনা ঘটে।

 

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় ২৪ ঘণ্টায় রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়।

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এমন মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। পানি কমে যাওয়ার পরও মুকুম শহর থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের শতাধিক মানুষ এখনও নিখোঁজ।

সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে প্রবল বৃষ্টি, ভূমিধস ও বন্যায় ৬ হাজারেরও বেশি মানুষ বাড়িঘর হারিয়েছে।

 রিও গ্র্যান্ডে ডো সুলের পাসো ফান্ডো শহরের এক বাসিন্দা বলেন, ভোর থেকে আমরা দেখেছি বন্যার পানিতে আমাদের বাড়ি তলিয়ে যাচ্ছে। আমরা টেবিলের উপরে, কাঠের চুলার উপরে জিনিসপত্র রাখছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

ডাইস রেজিনাত্তো নামে একজন বলেন, আমি বিধ্বস্ত বোধ করছি। আমি সবকিছু হারিয়েছি।  শহরের অনেক লোক আছে যারা আরও অনেক কিছু হারিয়েছে। আমার বাড়িতে কিছুই অবশিষ্ট নেই।

দুর্গত এলাকায় শত শত জরুরি কর্মী মোতায়েন করা হয়েছে এবং বিচ্ছিন্ন অঞ্চলে সহায়তার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে।

মুকুম শহরের মেয়র মাতেউস ট্রোজান বলেন, এখনও নিখোঁজ রয়েছে অনেক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: ডয়েচে ভেলে

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।