ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরে মসজিদের জমিতে দুর্গাপুজা: বিরল সম্প্রীতি

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুরে মসজিদের জমিতে উভয় সম্প্রদায়ের সম্মতিতে প্রতিবছর দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।

গত দুই দশক ধরে এভাবেই প্রতিবছর পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির নিজকসবা আনন্দলোক কাব শারদ উৎসব পালন করে আসছে।



এ ব্যাপারে মসজিদ মসনদে আলা কমিটির সম্পাদক আনসারউদ্দিন মিঞা বাংলানিউজকে বলেন, ‘আজ থেকে ২০ বছর আগে এ পুজা উদযাপন শুরু হয়। আমাদের গ্রামে রাম-রহিমের কোনো ভেদাভেদ নেই। সবাই মিলে সব ধর্মীয় অনুষ্ঠান করি। কোনোদিন কোনো অসুবিধা হয়নি। ’

তিনি বলেন, ‘রাম মন্দির বা বাবরী মসজিদ বির্তক নয়, সব ধর্মের মানুষকে বুকে টেনে নেওয়াই ভারতের ধর্ম। কলকাতা বা রাজ্য জুড়ে এখন থিমের পুজার প্রচলন হয়েছে। আমরা তো দীর্ঘ দুই দশক ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির থিমকে ঘিরে দুর্গা পুজা করছি। রাজনৈতিক নেতাদের একটু বলবেন, এসে দেখে যেতে। ’


মসজিদের জমিতে পুজা উদযাপন বিষয়ে আনন্দলোক কাবের সভাপতি বিধূভূষণ মাইতি বলেন, ‘আমাদের আলদা কোনো জায়গা নেই। তাই, প্রতিবছর মসজিদের জমিতেই আমরা দুর্গাপুজার মণ্ডপ তৈরি করি। একই জায়গা থেকে ভেসে আসে চণ্ডি পাঠ আর আজানের পবিত্র ধ্বনি। ’

 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।