ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হয়েছে। উপসাগরীয় দেশ কাতারের মধ্যস্ততায় একটি চুক্তির আওতায় এই বন্দি বিনিময় শুরু হয়।
চুক্তি অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশের পাঁচজন করে মোট ১০ বন্দিকে মুক্তি দিচ্ছে। কাতারের রাজধানী দোহায় এই বন্দিবিনিময় হচ্ছে।
বন্দি বিনিময় প্রক্রিয়ায় শর্তের অংশ হিসেবে ছিল দক্ষিণ কোরিয়ায় জব্দ করা ইরানের ৬০০ কোটি ডলার ছাড়। এই অর্থ ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে কাতারের দোহায় একটি ব্যাংকে পৌঁছেছে।
সবশেষ খবরে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের পাঁচ বন্দিকে বহন করা একটি উড়োজাহাজ কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। অন্যদিকে পাঁচ ইরানির মধ্যে দুজন ইতোমধ্যে কাতারে এসে পৌঁছেছে। বাকি তিনজনের দুজন যুক্তরাষ্ট্রেই থেকে যাচ্ছেন। আরেকজন তৃতীয় একটি দেশে যাচ্ছেন।
সূত্র: বিবিসি ও আল জাজিরা
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরএইচ