ইরানের ড্রোন ও যুদ্ধবিমান তৈরিতে সহায়তা করার অভিযোগে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, চার দেশের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় রয়েছে রাশিয়ান ডেল্টা-অ্যারো টেকনিক্যাল সার্ভিস সেন্টার (এলএলসি) সহ রুশ সরঞ্জাম নির্মাতা গ্রুপ। দুই তুর্কি মানি এক্সচেঞ্জ মেহমেত তোকদেমির এবং আলাদ্দিন আয়কুত। ইরানের শাহিন ড্রোন কোম্পানি এবং প্রতিষ্ঠানটির নির্বাহী ব্যবস্থাপক মেহেদি গোগারদচিয়ান, হামিদরেজা নুরি এবং হুসেন আইনি। এই তালিকায় আছে চীনের শেনজেন জিয়াসিবো টেকনোলজি কোম্পানি এবং এর মালিক সু চুনপেং, গুইলিন আলফা রাবার অ্যান্ড প্লাস্টিক টেকনোলজি। খবর দ্য জেরুজালেম পোস্ট।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ এবং আর্থিক গোয়েন্দাসংক্রান্ত আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, ইরানের ড্রোন তৈরির তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমএম