ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এশিয়ান গেমসে অরুণাচলের ৩ নারী অ্যাথলেটকে ভিসা দেয়নি চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এশিয়ান গেমসে অরুণাচলের ৩ নারী অ্যাথলেটকে ভিসা দেয়নি চীন

ভারতের অরুণাচল প্রদেশের তিন নারী মার্শাল আর্ট অ্যাথলেট আয়োজক দেশ চীনের ভিসা না পাওয়ায় এশিয়ান গেমস থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের একটি অঞ্চলকে বেইজিং তাদের দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবির প্রেক্ষিতে ওই তিন নারী অ্যাথলেটকে ভিসা দেওয়া হয়নি।

হিন্দুস্তান টাইমস পত্রিকার মতে, ওই তিনজনকে  হ্যাংজু এশিয়ান গেমস আয়োজক কমিটিতে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু তাদের চীনে প্রবেশের জন্য ভিসা দেওয়া হয়নি। কোচিং স্টাফসহ ১৩ সদস্যের স্কোয়াড বুধবার (২০ সেপ্টেম্বর)  হ্যাংজুতে এশিয়ান গেমসের জন্য রওনা হয়েছিল। ওই নারী অ্যাথলেট ছাড়া বাকিদের ভিসা প্রাপ্তিতে কোনো সমস্যা হয়নি।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও পররাষ্ট্রমন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এ ব্যাপারে জানতে চাইলে সাড়া দেয়নি।

ভারতীয় উশু দল জুলাই মাসে বিশ্ব ইউনিভার্সিটি গেমসের জন্য চীনের শহর চেংডুতে ভ্রমণ করে। তখন  ওই তিন অ্যাথলেটকে ভিসা পেস্ট করার পরিবর্তে স্ট্যাপল ইস্যু করা হয়েছিল। এটি স্পষ্ট বেইজিং অরুণাচল প্রদেশের ওপর ভারতের আঞ্চলিক দাবিকে স্বীকৃতি দেয় না।

চীনের হ্যাংজু শহরে ১৯তম এশিয়ান গেমসের পর্দা উঠছে শনিবার (২৩ সেপ্টেম্বর)। হ্যাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জমকালো আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবারের এশিয়ান গেমসের।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।