ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দিনের বেলায় তিনজনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
যুক্তরাষ্ট্রে দিনের বেলায় তিনজনকে গুলি করে হত্যা প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের আটলান্টা অঙ্গরাজ্যে দিনের বেলায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) আটলান্টা শহরের ওয়েস্ট এন্ড মলের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দুপুর দেড়টার দিকে শহরের ওয়েস্ট এন্ডের আশপাশে কেউ গুলিবিদ্ধ হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে ছুটে যান।  

পুলিশ আরও বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুইজনকে উদ্দেশ্য করে একজন গুলি চালায়। এ সময়  ওই দুইজনের একজন পাল্টা গুলি চালায়। এতে তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ বছর যুক্তরাষ্ট্রে  জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ২৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। ২০০৬ সালের পর গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বন্দুক হামলা হয়েছে এ বছর।

মার্কিন নীতিনির্ধারকেরা বন্দুক হামলার লাগাম টানার চেষ্টা চালাচ্ছেন। এরপরও প্রকাশ্য দিবালোকে, বাড়িতে ঢুকে, বড় ও ছোট শহরে নির্বিচারে বন্দুক হামলায় মৃত্যুর মিছিল থামছেই না।

সূত্র: এপি

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।