ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৭ বছর পর গ্রহাণুর নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
৭ বছর পর গ্রহাণুর নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল

মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশযানের একটি ক্যাপসুল গ্রহাণু থেকে সংগ্রহ করা সবচেয়ে বড় নমুনা পৃথিবীতে ফিরে এসেছে। নাসার ক্যাপসুলটি রোববার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের উটাহ মরুভূমিতে ক্যাপসুলটি অবতরণ করে।

এএফপির বরাতে এই খবর জানিয়েছে ফ্রান্স২৪।

এই নমুনা ঘিরে বিজ্ঞানীদের অনেক আশা। তারা বলছেন, এটি আমাদের সৌরজগতের গঠন এবং কীভাবে পৃথিবী বাসযোগ্য হয়ে উঠেছে সে সম্পর্কে আরও ভালো ধারণা দেবে।  

নাসার প্রধান বিল নেলসন এই মিশনের প্রশংসা করে বলেছেন, গ্রহাণুর এই অংশ বিজ্ঞানীদের সৌরজগতের শুরু নিয়ে বিজ্ঞানীদের একটি অসাধারণ আভাস দেবে।

২০১৬ সালে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এর চার বছর পর গ্রহাণু বেন্নু থেকে নাসার কাঙ্ক্ষিত নমুনা সংগ্রহ করা অয়। এর ওজন ৯ আউন্স (২৫০ গ্রাম)। পাথুরে ভূমি থেকে নমুনাটি সংগ্রহ করা হয়।  

নাসা বলছে, পৃথিবীর জন্য হুমকিদায়ক হতে পারে, এমন গ্রহাণুগুলোর ধরনসমূহ আমাদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

নাসার বিজ্ঞানী অ্যামি সাইমন এএফপিকে বলেন, এই নমুনা নিয়ে আসা সত্যিই ঐতিহাসিক ঘটনা। এটি সবচেয়ে বড় নমুনা।  

মহাকাশযান ওসিরিস-রেক্স স্থানীয় সময় রোববার সকালে ৬৭ হাজার মাইলেরও বেশি উচ্চতা থেকে ক্যাপসুলটি মুক্ত করে দেয়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।