ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চায় রাশিয়া

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চাচ্ছে রাশিয়া। আগামী মাসে এ সংক্রান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পর গেল বছর এপ্রিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়।  

জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তখন এই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এখন রাশিয়ার কূটনীতিকরা তাদের দেশকে নতুন করে তিন বছর মেয়াদের জন্য পরিষদে পুনরায় নির্বাচিত করতে চাচ্ছেন।

রাশিয়া জাতিসংঘের সদস্যদের কাছে তাদের সমর্থন চেয়ে যে পজিশন পেপার বিতরণ করছে, সেটির একটি অনুলিপি বিবিসি হাতে পেয়েছে।   

এতে দেখা গেছে, রাশিয়া ‘মানবাধিকার সমস্যাগুলোর জন্য পর্যাপ্ত সমাধান’ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে। ‘কয়েকটি দেশের একটি গোষ্ঠীর রাজনৈতিক ইচ্ছানুযায়ী কাজ করে’- পরিষদকে এমন হাতিয়ার হওয়া থেকে বিরত রাখতে চাচ্ছে মস্কো। এতে পশ্চিমের দিকে ইঙ্গিত করা হয়েছে বলেই বোঝা যাচ্ছে।

কূটনীতিকরা বলেছেন, ইউক্রেন এবং নিজস্ব সীমানার মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়া আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার আশা করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।