ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বংশানুক্রমিক শাসনের বিরোধিতা করলেন কিমের বড় ছেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
বংশানুক্রমিক শাসনের বিরোধিতা করলেন কিমের বড় ছেলে

টোকিও: উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইলের বড় ছেলে বংশানুক্রমিক শাসনের বিরোধিতা করলেন। জাপানের আসাহি টিভি’র সঙ্গে সাক্ষাৎকারে তার ভাইয়ের কাছে ক্ষমতা গ্রহণের ব্যাপারে এ মন্তব্য করেন।



কিম জং-ইলের বড় ছেলের নাম কিম জং-ন্যাম। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি বংশানুক্রমিকভাবে তৃতীয় প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তরের বিরোধী। ’ গত শনিবার বেইজিংয়ে সাক্ষাৎকারটি নেওয়া হয়।

জং-ন্যাম বলেন, ‘আমার তরফ থেকে বলতে পারি, যে কোনো মুহূর্তে যখনই প্রয়োজন আমি আমার ভাইকে সহায়তা করার জন্য প্রস্তুত। ’

তিনি বলেন, পিতার কাছ থেকে সন্তানের কাছে ক্ষমতা হস্তান্তরের নিশ্চয়ই আভ্যন্তরীণ কিছু কারণ রয়েছে। এক্ষেত্রে আমার এটা মেনে নেওয়াই ভালো।

বাংলাদেশ সময়; ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।