ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করল ইসরায়েল

ইসরায়েল- হামাসের হামলা-পাল্টা হামলার মধ্যেই যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করল ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। আল জাজিরা।

রোববার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী অনুসারে, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবস্থা ঘোষণা করেছে। পাশাপাশি সরকারকে উল্লেখযোগ্য সামরিক কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গাজা থেকে ঘাতক সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসরায়েলের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ইসরায়েল সরকারের সংবাদ দপ্তরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, শনিবার থেকে এ পর্যন্ত ৬০০ ইসরায়েলি বাসিন্দা মারা গেছেন। আর অপহরণের শিকার হয়েছেন শতাধিক ইসরায়েলি। আহতের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার।

অন্যদিকে ইসরায়েলের হামলায় ৩৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

গাজায় ইসরায়েলের হামলায় আহত হয়েছেন অন্তত ২ হাজার ২০০ জন।

শনিবার সকালে হামাসের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে দুই পক্ষের মধ্যেই উত্তেজনা বাড়তে থাকে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।