ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামাসের হামলা ইসরায়েলের কাছে ৯/১১ এর মতো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
হামাসের হামলা ইসরায়েলের কাছে ৯/১১ এর মতো

গেল শনিবার আকস্মিক ইসরায়েলে হামলা চালিয়ে বসে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। বিপরীতে ইসরায়েলও গাজায় পাল্টা হামলা চালায়।

দুই পক্ষের হামলায় শেষ পর্যন্ত হাজারের বেশি লোকের প্রাণহানির খবর জানা গেছে।

ইসরায়েলে এই হামলাকে যুক্তরাষ্ট্রে ঘটা ৯/১১ হামলার সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর দুই জ্যেষ্ঠ সদস্য। মুখপাত্র মেজর নির দিনার বলেন, এটি আমাদের কাছে যুক্তরাষ্ট্রে ঘটা ৯/১১ হামলার মতো।

লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাসও হামাসের এই হামলাকে যুক্তরাষ্ট্রে ৯/১১ ও হাওয়াইয়ে পার্ল হারবার আক্রমণের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, এটি এখন পর্যন্ত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে খারাপ দিন। এর আগে কখনও এক দিনে একক শত্রুর আক্রমণে এত বেশি ইসরায়েলি নিহত হননি।  

ইসরায়েল সোমবারও গাজা সীমান্তে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। শনিবার এই হামলা শুরু হয়। ইসরায়েল বলছে, গাজা ছিটমহল থেকে এখনো ইসরায়েলে যোদ্ধারা প্রবেশ করছেন।  

হামাসের হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে ৭০০ লোক নিহত হয়েছেন। এর মধ্যে ২৬০ জন একটি সংগীত উৎসবে নিহত হন। আর অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই।

শনিবারের হামলার পর ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধ পরিস্থিতি ঘোষণা দেয়।

এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে বিমান বহনকারী একটি জাহাজ ইসরায়েলের কাছে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন যে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, একটি মিসাইল ক্রুজার ও চারটি মিসাইল বিধ্বংসী যান ওই অঞ্চলের দিকে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ