ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে বিরল প্রজাতির সাদা হাতির সন্ধান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুন ২৯, ২০১০

ইয়াঙ্গুন: মিয়ানমারের পশ্চিম অঞ্চলে বিরল প্রজাতির একটি সাদা হাতি ধরা পড়েছে। দেশটির রাষ্ট্রীয় পত্রিকা নিউ লাইট আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

৩৮ বছর বয়সী ও ৭ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এ মাদী হাতিটিকে গত শনিবার রাখাইন প্রদেশের উপকূলীয় মাউঙ্গটাউ শহরে ধরা হয়। হাতিটিকে কোথায় রাখা হবে তা এখনো জানা জায়নি।

বৌদ্ধ ধর্মপ্রধান মিয়ানমারে সাদা হাতিকে পবিত্রতার প্রতীক ও এর আবির্ভাবকে রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হয়।

উল্লেখ্য, ১৯৬২ সাল থেকে সামরিক শাসন চলে আসা মিয়ানমারে চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪২ ঘন্টা, ২৯ জুন, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।