ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হাতে পশ্চিম তীরে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
ইসরায়েলি বাহিনীর হাতে পশ্চিম তীরে নিহত ৬ বুধবার পশ্চিম তীরে নিহত একজনের দাফনে লোকেদের ভিড়

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাতে অন্তত ছয়জনের প্রাণ গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর জানিয়েছে।

বিবিসি।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে র‍য়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী তুলকারেম শহরের নুর শামস শরণার্থী শিবিরে প্রবেশ করে। তাদের এবং ফিলিস্তিনি বন্দুকধারীদের মধ্যে লড়াই চলছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, পশ্চিম তীরে রাতভর অভিযানে তারা সন্দেহভাজন ৮০ জনের বেশি বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৬৩ হামাস সদস্যও রয়েছে।  

এটি আরও জানায়, নুর শামস থেকে পাঁচ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী কার্যকলাপ নস্যাৎ করতে ক্যাম্পে অভিযান চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীর গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্ন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটি শাসন করে। আর গাজা শাসন করে হামাস।

৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েলও গাজায় হামলা চালানো শুরু করে। এরপর থেকে পশ্চিম তীরেও ইসরায়েলিদের হামলা বেড়েছে।  

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৬১ ফিলিস্তিনি পশ্চিম তীরে নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক হাজার দুইশরও বেশি।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।