ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চিলির খনি থেকে মুক্ত করে আনা হলো দুই শ্রমিককে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
চিলির খনি থেকে মুক্ত করে আনা হলো দুই শ্রমিককে

কোপিয়াপো: দীর্ঘ ৬৯ দিন সান জোসেফ খনিতে আটকে পড়া খনি শ্রমিকদের দুইজনকে বুধবার সকালে ক্যাম্সুল লিফটের সাহায্যে নিরাপদে খোলা আকাশের নীচে তুলে আনে উদ্ধারকর্মীরা।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৯ টা ৩৭ মিনিটি ক্যাম্সুল লিফটের সাহায্যে নিরাপদে ভূপৃষ্ঠে তুলে আনা হয় খনিতে আটকে থাকা প্রথম খনি শ্রমিক ফরেনকো অ্যাভালসকে।

দেশটির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা উদ্ধার কাজের এলাকায় ক্যাপসুল লিফটের পাইপের মুখের কাছেই অবস্থান করছেন। উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে কোলাকুলি করে তিনি অভিনন্দন জানাচ্ছেন।

উদ্ধারস্থলের চারপাশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আটকে পড়া খনি শ্রমিকদের আত্মীয়-স্বজন।

তেমনি অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা চিলিবাসী এমনকি বিশ্ববাসী।

চিলির একটি টিভি চ্যানেল থেকে খনির উপরের উদ্ধার তৎপরতা এবং খনির মধ্যে শ্রমিকদের অবস্থান সরাসরি সম্প্রচার করা হচ্ছে।  

এর আগে ক্যাপসুল লিফটের মাধ্যমে খনির মধ্যে নেমেছেন দু’জন উদ্ধারকর্মী।   


বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।