ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলকে ১৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
ইসরায়েলকে ১৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের জন্য রিপাবলিকানদের ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বৃহস্পতিবার প্যাকেজটি ২২৬-১৯৬ ভোটে পাস হয়।

নতুন রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনের অধীনে বিলটি প্রথম কোনো বড় আইনি পদক্ষেপ। কেভিন ম্যাকার্থিকে সরিয়ে দেওয়ার পর গেল সপ্তাহে এই পদে বসেন মাইক।  

ইসরায়েলের আইরন ডোম ও ডেভিড'স স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের মজুত থেকে সামরিক সরঞ্জাম স্থানান্তরের জন্য এই প্যাকেজে ৪ বিলিয়ন ডলার রাখা হয়েছে।  

জনসন বৃহস্পতিবার সিনেট ও হোয়াইট হাউসকে দ্রুত বিলটি অনুমোদনের আহ্বান জানিয়েছেন।

এক্সে এক পোস্টে জনসন বলেন, সিনেট ও হোয়াইট হাউসকে আমি আহ্বান জানাই, তারা যেন দ্রুত বিলটি পাস করে।  

বিলটি আইনে পরিণত হতে হলে এটিকে সিনেটে পাস হতে হবে, যেখানে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিলটিতে প্রেসিডেন্টের সইও দরকার পড়বে।  

ভোটের আগে, হোয়াইট হাউস বলেছে, বিলটি আগামী বছরগুলোতে আমাদের সুরক্ষা এবং জোটের জন্য ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।

বাইডেন কংগ্রেসকে ১০৬ বিলিয়ন ডলারের একটি জরুরি খরচের প্যাকেজ পাস করতে বলেছিলেন, যাতে ইসরায়েল, তাইওয়ান ও ইউক্রেনের জন্য তহবিল অন্তর্ভুক্ত।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।