ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে ৩২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে ৩২ জনের প্রাণহানি

ইরানে একটি মাদক নিরাময় কেন্দ্রে আগুনে অন্তত ৩২ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাময় কেন্দ্রটির অবস্থান ইরানের উত্তরাঞ্চলে।

খবর বিবিসি।  

স্থানীয় সময় শুক্রবার ভোরে তেহরানের উত্তরে কাস্পিয়ান সাগর তীরবর্তী গিলান প্রদেশের ল্যানগারুদ শহরের ওই মাদক নিরাময় কেন্দ্রে আগুন লাগে।

আঞ্চলিক প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুনের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সাদেঘি বলেন, তদন্ত চলছে। ওই মাদক নিরাময় কেন্দ্রে ৪০ জনের থাকার ব্যবস্থা ছিল।  

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা আগুনের একটি ফুটেজ শেয়ার করেছে, যাতে দেখা যায় আকাশে আগুনের ঝলকানি এবং বাতাসে ধোঁয়ার কুণ্ডলী।

অন্যান্য ছবিতে আগুন নিয়ন্ত্রণের পর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত স্থানটি দেখা গেছে।

ইরানে মাথাপিছু আফিম আসক্তের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আফগানিস্তানে চাষ হওয়া আফিম চোরাচালানের বড় একটি রুট হলো ইরান।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।