ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তি: নতুন উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
মধ্যপ্রাচ্যে শান্তি: নতুন উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে দীর্ঘ দিনের  দ্বন্দ্ব মিটিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা চালু রাখতে নতুন উপায় খুঁজতে কাজ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার একথা বলেন।



বার্তা সংস্থা সিনহুয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলির বরাত দিয়ে জানায়, মঙ্গলবার তিনি বলেছেন, ‘আগামী ১১ মাসের মধ্যে যেন চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছা যায় এজন্য আমরা প্রস্তাব দিচ্ছি’।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন কেন্দ্র করে শান্তি আলোচনা পিছিয়ে যাচ্ছে, এ বিষয়েও মন্তব্য করেন ক্রাউলি।  

গত সপ্তাহে আবর দেশগুলোর নেতারা শান্তি আলোচনার পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্রকে এক মাস সময় বেধে দেন।

এরআগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনকে প্রস্তাব দিয়েছেন ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে।

তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দিলে ২৬ সেপ্টেম্বর শেষ হওয়া বসতি স্থাপন স্থগিত মেয়াদ বাড়ানো হতে পারে।

তবে ইসরায়েলে বসবাসকারী শরনার্থী এবং ফিলিস্তিনের নাগরিকদের অধিবারের কথা বিবেচনা করে  ফিলিস্তিন এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।