ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১০ হাজার ছাড়াল সোমবার গাজার দেইর আল বালাহতে মর্গের সামনে নিহতদের স্বজনদের আহাজারি

ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত নিহত বেড়ে ১০ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চার হাজার ১০৪ শিশু ও দুই হাজার ৬৪১ নারী।

সোমবার (৬ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর আল জাজিরা।  

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় বিমান হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর তৎপরতা বেড়েছে।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত আহত বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৪০৮ জনে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, আল-রানতিসি হাসপাতাল দুবার ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে। ক্যানসার সেন্টার ও বিশেষায়িত শিশুকেন্দ্রও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হামলায় চারজন নিহত হয়েছেন এবং ৭০ জন আহত হয়েছেন।  
 
গেল কয়েক ঘণ্টায় ইসরায়েল ১৮টি হামলা চালিয়েছে, যাতে ২৫২ জন নিহত হয়েছেন।  

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৯২ মেডিকেল-কর্মীর প্রাণ গেছে। ৩২টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে। এখন ১৬টি হাসপাতাল বন্ধ রয়েছে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, খাবার সংকট তৈরি করতে বেকারিগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে ইসরায়েল সবুজ সংকেত হিসেবে নিয়ে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।