ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক পরে ওআইসি সম্মেলনে রাইসি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক পরে ওআইসি সম্মেলনে রাইসি 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার গাজা সংকট নিরসনে একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন।

ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্চ মাসে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর সৌদি আরবে রাইসির এটি প্রথম সফর।

সৌদি আরবের সরকারি টেলিভিশন চ্যানেল আল-আখবারিয়ায় প্রচারিত ফুটেজে রাইসিকে দেখা গেছে, ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক কেফিয়্যাহ স্কার্ফ পরা অবস্থায়। এ সময় বিমান থেকে নামার পর বিমানবন্দরে সৌদি কর্মকর্তারা রাইসিকে অভ্যর্থনা জানান।

তেহরান-সমর্থিত হামাস গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং গাজায় কমপক্ষে ২৪০ জনকে জিম্মি করে। এ ঘটনার পরই আরব লীগ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর জরুরি বৈঠক আহ্বান করা হয়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পরবর্তী বিমান ও স্থল আক্রমণে ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরব লীগ এবং ওআইসি মূলত আলাদাভাবে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ভোরে ঘোষণা করেছে ব্লকের শীর্ষ সম্মেলন একত্রে হবে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার ইসরায়েলি দখলদার বাহিনীর আন্তর্জাতিক মানবিক আইনের ক্রমাগত লঙ্ঘনের নিন্দা করেছেন।

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে অন্যান্য দেশগুলোও এতে জড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানান। শনিবার ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের কট্টর সমর্থনকে এ যুদ্ধের জন্য দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি।

রাইসি বলেন, গাজার ওয়ার মেশিন আমেরিকার হাতে। তারা গাজায় যুদ্ধবিরতি না ঠেকিয়ে যুদ্ধের বিস্তার ঘটাচ্ছে। বিশ্বকে অবশ্যই আমেরিকার আসল চেহারা দেখতে হবে।  

সৌদি আরবে যাওয়ার সময় কথা বলার পরিবর্তে গাজার সংঘাতের বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামী দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রওনা হওয়ার আগে তেহরানের বিমানবন্দরে রাইসি বলেন, গাজা শব্দের ক্ষেত্র নয়, এটি কর্মের জন্য হওয়া উচিত। আজ ইসলামী দেশগুলোর ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।