ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগারেই চলবে ইমরান খানের বিচারকাজ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
কারাগারেই চলবে ইমরান খানের বিচারকাজ 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান এবং দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির বিচার কার্যক্রম কারাগারের ভেতরেই চলবে।  রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) অভিযোগে এই মামলার কার্যক্রম পরিচালনা করা হবে।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা গতকাল সোমবার কারাগারে বিচারের বিষয়ে অনুমোদন দিয়েছে। সভায় দেওয়া আইন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়, কারাগারে বিচার কার্যক্রম পরিচালনার জন্য অনাপত্তিপত্র  দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে ইমরান খানের বিচারকাজ আদিয়ালা কারাগারের ভেতরেই হওয়া উচিত।


তবে কারাগারের ভেতরে বিচারকাজ পরিচালনার বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ মঙ্গলবার আন্ত আদালতে এর শুনানি হওয়ার কথা রয়েছে।

সূত্র : জিও নিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।