ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ‘বিলম্ব না করে’ রক্তপাত বন্ধের আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
গাজায় ‘বিলম্ব না করে’ রক্তপাত বন্ধের আহ্বান রাশিয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিনা বিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া।

আল জাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গাজায় রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায়।

লাভরভ বলেন, মস্কো স্পষ্টভাবে সবধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। কথিত সন্ত্রাসবাদ দমনে যেসব দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদেরও নিন্দা জানায়।

তিনি বলেন, আমরা ওই দেশগুলোর বিরুদ্ধে যারা সন্ত্রাসবাদ দমনে এমন কিছু ব্যবস্থা নেয় যা আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।

গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিমতীর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। কেননা, গত ৭ অক্টোবরের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিমতীরেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অত্যাচার বেড়ে যায় ইসরায়েলের। অবৈধ বসতিস্থাপনকারীরা আক্রমণাত্মক হয়ে ওঠে। সেনা বাহিনী এ অঞ্চলে দমন-নিপীড়ন বাড়িয়ে দেয়।

ল্যাভরভ বলেন, সেখানে কয়েক ডজন মানুষ হত্যার শিকার হয়েছেন। পশ্চিমতীরের সহিংসতা বৃদ্ধি নেহায়েত উদ্বেগজনক।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।