ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি মানসিক হাসপাতালে এক বন্দুকধারী গুলিতে একজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারীও নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হন।

 স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার স্টেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

হ্যাম্পশায়ার পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজন প্রহরীকে গুলি করেন সন্দেহভাজন ওই বন্দুকধারী। এ সময় হাসপাতালে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই তাকে পাল্টা গুলি করেন। এতে বন্দুকধারী নিহত হন।

পরে একটি সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের  সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, তদন্তকারীরা এখনও হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় সাধারণ জনগণের ভীত হওয়ার কোনো কারণ নেই।

নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নিহত নিরাপত্তা প্রহরী ছিলেন ব্র্যাডলি হাস। নিউ হ্যাম্পশায়ারের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কমিশনার লরি ওয়েভার বলেছেন, হাসপাতালের সকল রোগী ও কর্মীরা নিরাপদ আছেন।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।