ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার চায় ভারত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি বারবার ‘দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে’ বলে ক্ষোভ জানালেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ।  

গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে কাম্বোজ বলেন, গ্লোবাল সাউথের সদস্য রাষ্ট্র হিসেবে আমরা সামগ্রিক যন্ত্রণার কথা আগেও জানিয়েছি।

নিরাপত্তা পরিষদের অভিজাত টেবিলে আমাদের কোনও প্রতিনিধি নেই।

এসময় কাম্বোজ বলেন, এখানে বেশ কিছু সংস্কারের অত্যন্ত প্রয়োজন রয়েছে। নিরাপত্তা পরিষদের সংস্কার তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দিল্লির দাবি, অবিলম্বে ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হোক। খবর আনন্দবাজার।  

ভারতীয় এই কূটনীতিকের অভিযোগ করেন, সংস্কার নিয়ে জাতিসংঘে নিয়মিত বিতর্ক হয়। কিন্তু এই সংস্কারের জন্য কোনও সময়সীমা ধার্য হয় না। কোনও চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয় না। যে যার বিবৃতি দিয়ে নিজের টেবিলে ফিরে যান।

এর আগেও, একটি আলোচনায় কাম্বোজ নিরাপত্তা পরিষদকে শক্তিশালী করতে মৌলিক সংস্কারের প্রয়োজনের পক্ষে প্রশ্ন করেছেন। আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলো এবং ভারতের মতো বৃহত্তম গণতন্ত্রের স্থায়ী সদস্যপদের গুরুত্ব নিরাপত্তা পরিষদ স্বীকার করে কি না, সেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

উল্লেখ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পনের সদস্য নিয়ে গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি - চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য। এই স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও ১০টি অস্থায়ী সদস্যদেশ নিদিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত করা হয়।

 

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।