সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে হামাস নেতা ইসমাইল হানিয়াহ বলেছেন, তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছেন।
কাতারে হামাসের একটি রাজনৈতিক কার্যালয় রয়েছে যেখান থেকে হানিয়াহ তার কার্যক্রম পরিচালনা করেন।
কী কী শর্তে সম্ভাব্য এই সমঝোতা চুক্তি করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি হানিয়াহ; তবে হামাসের জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি থাকা হামাস নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার ব্যাপারটিও আলোচনার টেবিলে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর বলছে সর্বোচ্চ পাঁচ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি সমোঝোতায় আসতে পারে দুই পক্ষ।
কাতারের প্রধানমন্ত্রী রবিবার বলেছেন কিছু জিম্মিকে মুক্ত করার বিনিময়ে অস্থায়ী যুদ্ধবিরতির একটি চুক্তি এখন শুধু কিছু ছোটখাটো বিবেচনার উপর নির্ভর করছে।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এমএম