ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে হামাস নেতা ইসমাইল হানিয়াহ বলেছেন, তারা ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছেন।
কাতারে হামাসের একটি রাজনৈতিক কার্যালয় রয়েছে যেখান থেকে হানিয়াহ তার কার্যক্রম পরিচালনা করেন।

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কাতারের মধ্যস্থতায় সেখানেই আলোচনা চলছে।

কী কী শর্তে সম্ভাব্য এই সমঝোতা চুক্তি করা হবে সে  সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি হানিয়াহ; তবে হামাসের  জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি থাকা হামাস নেতাকর্মীদের ছেড়ে দেওয়ার ব্যাপারটিও আলোচনার টেবিলে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর বলছে সর্বোচ্চ পাঁচ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি সমোঝোতায় আসতে পারে দুই পক্ষ।

কাতারের প্রধানমন্ত্রী রবিবার বলেছেন কিছু জিম্মিকে মুক্ত করার বিনিময়ে অস্থায়ী যুদ্ধবিরতির একটি চুক্তি এখন শুধু কিছু ছোটখাটো বিবেচনার উপর নির্ভর করছে।

 

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।