ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
ইউক্রেন যুদ্ধে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

গেল বছরের শুরুর দিকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। সেই থেকে এ পর্যন্ত ইউক্রেনে যত মানুষ নিহত হয়েছেন, তার অর্ধেকই গেল তিন মাসে মারা গেছেন।

আর ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ হাজার বেসামরিকের প্রাণ গেছে।

ইউক্রেনে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি সংখ্যার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে বলে মনে করছে দেশটিতে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার  সংস্থাটি এ তথ্য জানায়।

মানবাধিকার পর্যবেক্ষণ মিশন বলছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ৫৬০-এরও বেশি শিশুর প্রাণ গেছে। আর ১৮ হাজার ৫০০-রও বেশি লোক আহত হয়েছেন।

সাম্প্রতিক প্রাণহানির জন্য রাশিয়ান বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহারকে দায়ী করে জাতিসংঘ।  

জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল সতর্ক করে বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনে কোনো স্থানই আর নিরাপদ নয়।  

রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে, তারা বেসামরিকদের কখনো হামলার লক্ষ্যবস্তু করেনি।

বেল বলেন, দশ হাজার বেসামরিকের মৃত্যু ইউক্রেনের জন্য ভয়াবহ একটি মাইলফলক।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।