পদচ্যুত হওয়ার সপ্তাহ না পেরুতেই আবারও ওপেনএআইয়ে স্বপদে ফিরছেন চ্যাটজিপিটির জনক খ্যাত স্যাম অল্টম্যান। গত শুক্রবার চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়েছিল ।
স্যামকে ওপেনএআইয়ে ফেরাতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিচালকেরা আলোচনা অব্যহত রেখেছেন। পর্ষদের অন্তত একজন পরিচালক স্যামের সঙ্গে যোগাযোগ রাখছেন, আলোচনা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
স্যাম অল্টম্যানকে ওপেনএআই থেকে সরিয়ে দেওয়ার পর একবার জানা গেল, স্যামকে ওপেনএআইয়ে ফিরিয়ে আনা হচ্ছে। পরে জানা গেল, মাইক্রোসফটে যোগ দিতে যাচ্ছেন তিনি। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে তিনি আবারও ওপেনএআইয়ের নিজ পদে ফিরছেন।
প্রতিষ্ঠান পরিচালনায় সক্ষমতার ঘাটতির অভিযোগ তুলে পরিচালনা পর্ষদ সিইও স্যামকে চাকরিচ্যুত করে। ৩৮ বছর বয়সী স্যাম অল্টম্যান ছিলেন ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতাদের একজন। স্যাম পদচ্যুত হলে ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দেন গ্রেগ ব্রোকম্যান। তিনিও প্রতিষ্ঠানটির একজন সহপ্রতিষ্ঠাতা।
স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান সঙ্গে প্রতিষ্ঠানের দূরুত্ব তৈরি হলে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের উদ্দেশে একটি খোলাচিঠি লেখেন প্রতিষ্ঠানের কর্মীরা। ওই চিঠিতে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করে, স্যাম অল্টম্যান ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানকে ফিরিয়ে আনতে দাবি জানা হয়।
দাবি মানা না হলে ওপেনএআইয়ের ৭০০ কর্মীরা স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের সঙ্গে মাইক্রোসফটে যোগ দেবেন হুমকি দেন তারা। উল্লেখ্য, ওপেনএআইয়ে সবচেয়ে বড় বিনিয়োগকারী এখন মাইক্রোসফট।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এমএম